নামাযের নিয়্যাতের জন্য আরবী ভাষা ও মৌখিক উচ্চারণ আবশ্যিক কিনা?

প্রশ্ন: আমাদের এলাকার জনৈক ইমাম সাহেব বলেন যে, নামাযে আরবীতে নিয়্যাত পড়ার কোনই প্রয়োজন নেই। বরং মুখে বাংলায় নিয়্যাত করলেই হয়ে যাবে। কারণ, আমাদের দেশে নামাযের যে নিয়্যাত ‘নাওয়াইতুআন….’ পড়া হয়, সে ধরনের আরবী নিয়্যাত কুরআন হাদীস ও নির্ভরযোগ্য কোন কিতাবে নেই। আসলে কি এমন নিয়্যাতের কোন উল্লেখ নেই- জানালে উপকৃত হব। – মুহাম্মদ আব্দুল্লাহ … Continue reading নামাযের নিয়্যাতের জন্য আরবী ভাষা ও মৌখিক উচ্চারণ আবশ্যিক কিনা?